এস পি কাকরান বললেন, বর্ষায় পদ্মায় পানিপ্রবাহের ব্যাপারটি তারা বিবেচনা করবেন। এস পি কাকরান হলেন বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ভারতীয় পক্ষের সদস্য। আজ সকালে এই কমিশন হার্ডিঞ্জ ব্রিজের কাছে পদ্মায় পানি প্রবাহের অবস্থা দেখতে যান। কমিশন দেখতে পায়, ওখানে ২০ হাজার কিউসেক পানি কম আছে। বাংলাদেশ প্রতিনিধি পানি কমের বিষয়টি তুলে ধরলে, এস পি কাকরান বললেন, বর্ষায় পানি বাড়িয়ে দেওয়ার বিষয়টি তারা বিবেচনা করবেন। সেই সময় পানি সংরক্ষণাগার করে পানি সংগ্রহ করে রাখার জন্য তিনি পরামর্শ দেন।
এস পি কাকরানের ইন্টারভিউটি টিভিতে প্রতিটি খবরেই দেখাচ্ছে, পারলে দেখে নিন।
২৮ শে মে, ২০০৭
No comments:
Post a Comment