প্রথম আলোর “বদলে যাও, বদলে দাও”-এর যে টেলিভিশন বিজ্ঞাপনগুলো বানানো হয়েছে, সেগুলোতে প্রথম আলোর চরিত্র বেশ ভালোভাবেই প্রতিফলিত হয়েছে। ধরুন ঐ বিজ্ঞাপনটার কথা যেখানে দু’জন লোক দারিদ্র দূরীকরণ নিয়ে প্রথম আলো স্টাইলে আলোচনা করতে করতে ফুটপাত ধরে হাটেন, ছোট একটি ছেলে তাদের পথে এসে হাজির হলে তারা তাকে এমনভাবে সরিয়ে দেন যে ওর খাবারগুলো রাস্তায় পড়ে যায়। ঝাক্কাস। পুরা প্রথম আলো। প্রথম আলো ওই আলোচকদ্বয়ের মতোই কেবল ‘যা কিছু ভালো’ টাইপের কিছু সস্তা কথা বলে যায়, কখনো সমস্যার গভীরে প্রবেশ করে না, সমাধানের প্রশ্ন তো ওঠেই না।
No comments:
Post a Comment