Thursday, July 16, 2009

গল্প

রায়হান রাইন অদ্ভুত গল্প লেখেন। তার গল্পে ভৌতিক যুগের বিষয়আশয় এসে হাজির হয়। গ্রামে গ্রামে ডানাঅলা ঘোড়া আর অশরীরী চিল দেখা যায়। রায়হান রাইন এই ঘোড়ায় চড়ে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল চলে আসেন। তারপর টাঙ্গাইল থেকে গাজীপুরের কালিয়াকৈর যাওয়ার রোডপ্লান দেখার জন্য গড অব স্মল থিংগস খুলে বসেন। অশরীরী চিল তার সফরসঙ্গী ছিল; শরীর না থাকলেও ক্ষুধাতৃষ্ণা বিশেষত কামবোধ এই পাখির প্রবল। সে মিষ্টির দোকানগুলোতে ঢুকে পোড়োবাড়ির চমচম সাবাড় করে দিয়ে রঙমালা মিষ্টান্ন ভাণ্ডারের টিনের চালে বসা এক মেয়ে কবুতরকে ধর্ষণ করে রায়হান রাইনের কাঁধে এসে বসে। রায়হান না দেখেও দেখার ভাণ করে বই ফেলে ঘোড়ায় চড়ে বসেন। জানা গেছে, ক্রমাগত উত্তর দিকে যেতে থাকলে তবেই ১২ দিন ১৩ রাতের পর কালিয়াকৈর পৌঁছানো যাবে। রায়হান রাইন পণ করেছেন সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত আর একটা শব্দও লিখবেন না। তিনি পৌঁছুতে পারেননি, বলাই বাহুল্য। পথিমধ্যে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার পণ রক্ষার আর কোন যৌক্তিকতা থাকে না। তিনি পুনরায় লিখতে শুরু করেন। পরলোকে একমাত্র প্রচার মাধ্যম স্বপ্ন। ইহলৌকিক বাসিন্দারা স্বপ্ন ব্যতীত অন্য কোন মাধ্যমে রায়হানের গল্প পড়তে পারে না। আমি মাঝে মধ্যে দু'একটা পড়ি। তো, যা বলছিলাম, রায়হান রাইন অদ্ভুত গল্প লেখেন। তার গল্পে ভৌতিক যুগের.......।

No comments:

Post a Comment