Thursday, July 16, 2009

পেট্রোল

পেট্রোল
০০০০
প্রতি লিটার ২৪.৫০ টাকা

অয়েল স্টেশনে দাঁড়ানো পেট্রোল/ডিজেল/অকটেনের পাম্পকে শিবলিঙ্গের মতো মনে হয়। রঙবেরঙের কচি, বুড়ো, খুকি, মধ্যবয়সী, ঝোলামাই, ডবকামাই, চকচকে, ময়লা- একেকটি গাড়িনারী পাম্পলিঙ্গের সামনে এসে দাঁড়ায়। কেউ কেউ তোলে, কেউ তোলে না- কিন্তু সকলেই ফুটো উন্মোচন করে। আর পাম্পশিব তার সুবিশাল লিঙ্গ যোনিতে সজোরে প্রবেশ করিয়ে সবেগে সঘন বীর্যঅয়েল ঢেলে দেয়। খেয়াল করলে দেখবেন, গাড়িমেয়ের সঙ্গে পাম্পশিবের এই সঙ্গমক্রিয়া অবলোকনে আরোহী মেয়ে কিংবা মহিলা খুবই আগ্রহী হয়ে থাকে, আর অপরাপর পুরুষজনেরা তখন উক্ত নারীদের স্তন এবং নাভীমূল সন্ধান করে থাকে সচরাচর।

No comments:

Post a Comment