ভাবছিলাম একটা উপন্যাস লিখবো।
একটা মেয়ে যশোর থেকে ঢাকা আসছে,
পথে বিচিত্র যে-সব ঘটনা ঘটবে, সে-সব নিয়েই উপন্যাস।
তারপর ভাবলাম, গল্প লিখবো। সবই ঠিক থাকবে, তবে ঘটনাগুলো কাটছাট করে ঘটবে।
তারপর লিখলাম।
মেয়েটি বাসে বসেই ঘুমিয়ে পড়লো, জেগে দেখে ঢাকা।
১৬ অক্টোবর ১৯৯৯
No comments:
Post a Comment