Sunday, August 23, 2015

খ্রিস্টান হলে কতো টাকা পাওয়া যায়?

সম্প্রতি আমার এক খ্রিস্টান বন্ধু হয়েছে।
তিনিই প্রথম নন। আমার জীবন খ্রিস্টান বন্ধুর প্রস্থান-আগমনে পরিপূর্ণ।
প্রত্যেক খ্রিস্টান বন্ধুকে আমি প্রশ্ন করি- শুনেছি খ্রিস্টান হলে টাকা দেয়, বিদেশে পাঠায়; কতো টাকা দেয়? কোন্ দেশে পাঠায়?
শুনে বন্ধু বলে- আটত্রিশ হাজার টাকা। আমেরিকা পাঠায়।
আমি বললাম- একটু খোঁজ নিও তো, আমি তাহলে খ্রিস্টান হবো।
বন্ধু আচ্ছা বলে চলে যায়। খোঁজ জানায় না।
আমি বারকয়েক ফোন করি, টাকার কথা জিজ্ঞেস করলেই ফোন কেটে দেয়।
মনে হলো, কোথাও গড়বড় আছে। আসলে হয়তো খ্রিস্টান হলে টাকা দেয় না, পুরোটাই গুজব। এসব প্রশ্ন করে বেচারার মনে কষ্ট দিয়েছি।
তবু বন্ধুকে আবার ফোন দেই- আসলেই টাকা দেয় না?
বন্ধু বলে- তুমি তো সাংবাদিক, তুমি খোঁজ নাও।
আমি আসলেই সাংবাদিক, তবে অনুসন্ধানী প্রতিবেদক না। প্রতিবেদন ছাড়াও যে সাংবাদিকতার হাজারটা ধরন আছে, তা দূতাবাসের লোকজনও বোঝে না। সাংবাদিক পাসপোর্ট হাতে পেলেই জিজ্ঞেস করে কী রিপোর্ট করেন, কোন্ বিটের সাংবাদিক ইত্যাদি।
আমি আমার সহকর্মীদের জিজ্ঞেস করি, খ্রিস্টান হলে কতো টাকা দেয়?
তারা অবাক হয়ে যায়- এই বয়সে আপনি খ্রিস্টান হবেন?
যেন খ্রিস্টান হওয়ার নির্দিষ্ট কোনো বয়স আছে। পনের থেকে পঁচিশ বছরের বাইরে কেউ খ্রিস্টান হতে পারবে না। আরে যিশু নিজে খ্রিস্টান হয়েছেন কতো বয়সে?
আলোচনায় বুঝি- খ্রিস্টান হলে টাকা দেয় কিনা কেউ নিশ্চিতভাবে জানে না, কারো কাছে কোনো প্রামাণ্য তথ্য নেই।
একজন বললেন, ইহুদি হলে টাকা পাবেন।
বাংলাদেশে ইহুদি হবো কিভাবে? ইজরায়েল যাওয়া তো পাসপোর্টে নিষিদ্ধ। বাহাই সম্প্রদায়ের লোকজন হজ্বে যাওয়ার নাম করে ইজরায়েল যায় এটা জানি। সৌদি সরকারের সাথেই ওদের গোপন চুক্তি আছে, সরকারই আনঅফিসিয়ালি পুরো কাজটা করে দেয় বা করতে দেয়।
বৌদ্ধ হলে টাকা পাওয়া যায়? পার্বত্য চট্টগ্রামের দিকে জাপানি টাকায় অনেক মিশন চলে দেখেছি। সেখানে কোনো গণ্ডগোল হলে স্বরাষ্ট্রমন্ত্রীর আগে জাপানি দূত পৌঁছে যান।
জাপানি মুদ্রার নাম কি? ইয়েন? বৌদ্ধ হলে পকেটে ইয়েন ঝনঝন করবে?
আমার সাধের চুলগুলো বিসর্জন দিয়ে বৌদ্ধ ভিক্ষু হয়ে যাবো?
মুসলিম কিভাবে হয়? আপাতত মুসলিম হওয়ার কোনো ইচ্ছা আমার নেই, মুসলিম হলে টাকা কিংবা দেশভ্রমণের কোনো নজির আছে বলে জানি না। দেখা যাবে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে ভ্রমণ করতে পাঠিয়ে দেবে, পৃথিবীর দ্বিতীয় বসবাস-অযোগ্য শহরে।
হিন্দু হওয়া যেতে পারে অবশ্য। ভূমিকম্প হলেও নেপাল দেশ হিসেবে খারাপ না। কিন্তু আমার বাবা বলেন- জন্মসূত্রে ছাড়া হিন্দু আর আওয়ামী লীগার হওয়া যায় না।
আমার বিস্তর সন্দেহ আছে এ বিবৃতিতে, তবু লোকশ্রুতি একেবারে উড়িয়ে দেয়া যায় না।
বিশেষ করে শ্রদ্ধেয় সাংবাদিক প্রবীর সিকদারও দেখলাম লিখেছেন- রক্তে আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগার হয় না।
এককালে বাকশাল নেতা আব্দুর রাজ্জাকও একই কথা বলেছিলেন, পরশু মন্ত্রী মোহাম্মদ নাসিমও একই কথা বলেছেন।
তাই টাকা প্রাপ্তির যতো সুযোগই থাকুক না কেন, আওয়ামী লীগার হওয়া সম্ভব নয়।
বন্ধুকে আবার ফোন দিতে হবে। এতো এতো মানুষ যেহেতু খ্রিস্টান হলে টাকা পাওয়ার কথা বলছে, জনশ্রুতির ওপর ভিত্তি করে শেষবার ফোন করেই দেখি!