Sunday, August 23, 2015

খ্রিস্টান হলে কতো টাকা পাওয়া যায়?

সম্প্রতি আমার এক খ্রিস্টান বন্ধু হয়েছে।
তিনিই প্রথম নন। আমার জীবন খ্রিস্টান বন্ধুর প্রস্থান-আগমনে পরিপূর্ণ।
প্রত্যেক খ্রিস্টান বন্ধুকে আমি প্রশ্ন করি- শুনেছি খ্রিস্টান হলে টাকা দেয়, বিদেশে পাঠায়; কতো টাকা দেয়? কোন্ দেশে পাঠায়?
শুনে বন্ধু বলে- আটত্রিশ হাজার টাকা। আমেরিকা পাঠায়।
আমি বললাম- একটু খোঁজ নিও তো, আমি তাহলে খ্রিস্টান হবো।
বন্ধু আচ্ছা বলে চলে যায়। খোঁজ জানায় না।
আমি বারকয়েক ফোন করি, টাকার কথা জিজ্ঞেস করলেই ফোন কেটে দেয়।
মনে হলো, কোথাও গড়বড় আছে। আসলে হয়তো খ্রিস্টান হলে টাকা দেয় না, পুরোটাই গুজব। এসব প্রশ্ন করে বেচারার মনে কষ্ট দিয়েছি।
তবু বন্ধুকে আবার ফোন দেই- আসলেই টাকা দেয় না?
বন্ধু বলে- তুমি তো সাংবাদিক, তুমি খোঁজ নাও।
আমি আসলেই সাংবাদিক, তবে অনুসন্ধানী প্রতিবেদক না। প্রতিবেদন ছাড়াও যে সাংবাদিকতার হাজারটা ধরন আছে, তা দূতাবাসের লোকজনও বোঝে না। সাংবাদিক পাসপোর্ট হাতে পেলেই জিজ্ঞেস করে কী রিপোর্ট করেন, কোন্ বিটের সাংবাদিক ইত্যাদি।
আমি আমার সহকর্মীদের জিজ্ঞেস করি, খ্রিস্টান হলে কতো টাকা দেয়?
তারা অবাক হয়ে যায়- এই বয়সে আপনি খ্রিস্টান হবেন?
যেন খ্রিস্টান হওয়ার নির্দিষ্ট কোনো বয়স আছে। পনের থেকে পঁচিশ বছরের বাইরে কেউ খ্রিস্টান হতে পারবে না। আরে যিশু নিজে খ্রিস্টান হয়েছেন কতো বয়সে?
আলোচনায় বুঝি- খ্রিস্টান হলে টাকা দেয় কিনা কেউ নিশ্চিতভাবে জানে না, কারো কাছে কোনো প্রামাণ্য তথ্য নেই।
একজন বললেন, ইহুদি হলে টাকা পাবেন।
বাংলাদেশে ইহুদি হবো কিভাবে? ইজরায়েল যাওয়া তো পাসপোর্টে নিষিদ্ধ। বাহাই সম্প্রদায়ের লোকজন হজ্বে যাওয়ার নাম করে ইজরায়েল যায় এটা জানি। সৌদি সরকারের সাথেই ওদের গোপন চুক্তি আছে, সরকারই আনঅফিসিয়ালি পুরো কাজটা করে দেয় বা করতে দেয়।
বৌদ্ধ হলে টাকা পাওয়া যায়? পার্বত্য চট্টগ্রামের দিকে জাপানি টাকায় অনেক মিশন চলে দেখেছি। সেখানে কোনো গণ্ডগোল হলে স্বরাষ্ট্রমন্ত্রীর আগে জাপানি দূত পৌঁছে যান।
জাপানি মুদ্রার নাম কি? ইয়েন? বৌদ্ধ হলে পকেটে ইয়েন ঝনঝন করবে?
আমার সাধের চুলগুলো বিসর্জন দিয়ে বৌদ্ধ ভিক্ষু হয়ে যাবো?
মুসলিম কিভাবে হয়? আপাতত মুসলিম হওয়ার কোনো ইচ্ছা আমার নেই, মুসলিম হলে টাকা কিংবা দেশভ্রমণের কোনো নজির আছে বলে জানি না। দেখা যাবে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে ভ্রমণ করতে পাঠিয়ে দেবে, পৃথিবীর দ্বিতীয় বসবাস-অযোগ্য শহরে।
হিন্দু হওয়া যেতে পারে অবশ্য। ভূমিকম্প হলেও নেপাল দেশ হিসেবে খারাপ না। কিন্তু আমার বাবা বলেন- জন্মসূত্রে ছাড়া হিন্দু আর আওয়ামী লীগার হওয়া যায় না।
আমার বিস্তর সন্দেহ আছে এ বিবৃতিতে, তবু লোকশ্রুতি একেবারে উড়িয়ে দেয়া যায় না।
বিশেষ করে শ্রদ্ধেয় সাংবাদিক প্রবীর সিকদারও দেখলাম লিখেছেন- রক্তে আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগার হয় না।
এককালে বাকশাল নেতা আব্দুর রাজ্জাকও একই কথা বলেছিলেন, পরশু মন্ত্রী মোহাম্মদ নাসিমও একই কথা বলেছেন।
তাই টাকা প্রাপ্তির যতো সুযোগই থাকুক না কেন, আওয়ামী লীগার হওয়া সম্ভব নয়।
বন্ধুকে আবার ফোন দিতে হবে। এতো এতো মানুষ যেহেতু খ্রিস্টান হলে টাকা পাওয়ার কথা বলছে, জনশ্রুতির ওপর ভিত্তি করে শেষবার ফোন করেই দেখি!

308 comments:

  1. Replies
    1. Ami comente daka bolce. Na..
      Ami akjon muslem dhormer guro ..cala ..kintu amr aj ..20_21 year boyes ..hoyace ..ami mona kortam muslim sotty kintu ...ami akdin vabta vabta ..bujta. Pari ... bigyan sottto ...tai ami mon theke muslem tag korta chai. ..plz ..help me...9064344710..
      Na hola amakei sobey pagol bolce ..

      Delete
    2. আমিও হব এই নাম্বারে কল করবে 9144072429

      Delete
    3. আমি হবো টাকা দরকার

      Delete
    4. Amio cristian hote chai

      Delete
    5. Amio hobo 01779750929

      Delete
  2. Replies
    1. আমি সরাসরি ফোনের মাধ্যমে কথা বলতে চাই ০১৭২৩৩২৬৪১৩

      Delete
  3. ￰জানতে পারলে বলবেন...আমিও হবো খৃস্টান.টাকা ছাড়া কিছু নেই দুনিয়াতে

    ReplyDelete
  4. Janta parla bol ban ami o hobo amar. No 7029354840

    ReplyDelete
  5. জানতে পারলে বইলেন
    01406300844

    ReplyDelete
  6. আমিও হতে চাই। কষ্ট করে পরকাকে দুজখে যাওয়ার চেয়ে আয়েশ করে দুজখ করলে ভালো লাগবে

    ReplyDelete
  7. টাকা ছাড়া কনো কিছু সম্ভব নয় তাই.... আমি যেখানে টাকা পামু সেখানে যামু

    ReplyDelete
  8. আমিও হইতাম,টাকা ছাড়া দুনিয়ায় আছে কি কন?

    ReplyDelete
  9. আমি খৃিস্টান ধমের অনুসারি হতে চাই

    ReplyDelete
  10. আমি খৃিস্টান ধমের অনুসারি হতে চাই

    ReplyDelete
  11. টাকা পেলে আমি খ্রীষ্টান ধর্মের অনুসারী হতে চাই।

    ReplyDelete
  12. কত টাকা পাব জানাবেন জলদি টাকা দরকার

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. আমি খ্রিষ্টান হতে চাই টাকা লাগবো

      Delete
    3. Amio hote chai 01779750929

      Delete
    4. আমিও হতে চাই

      Delete
  13. কত টাকা দেবে আমাকে আমি হবো

    ReplyDelete
  14. ০১৭১৬২৯৬৬১০

    ReplyDelete
  15. কত টাকা দিবে টাকা দিলে আমিও হবো

    ReplyDelete
  16. কত টাকা দিবে টাকা দিলে আমিও হবো

    ReplyDelete
  17. বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ😂😂😂😂

    ReplyDelete
    Replies
    1. আমি খ্রিস্টান হবো আমার ফোন নম্বর 01930408011

      Delete
    2. Amio hobo kisu taka dorkar mob-01779750929

      Delete
  18. আমি খ্রিস্টান হতে চাই
    ০১৯৭৮৯০৪৩৮০

    ReplyDelete
    Replies
    1. আমি খৃষ্টান ধর্মের অনুসারী হতে চাই

      Delete
  19. আমি খৃষ্টান হতে চাই

    ReplyDelete
    Replies
    1. কোথায় যোগাযোগ করবো

      Delete
  20. আমি খৃষ্টান হতে চাই যোগাযোগের নাম্বার 01885860337

    ReplyDelete
  21. দুনিয়া কিছু না। টাকার লোভ তো ভালই দরছে। লোভে পাপ। সব ধর্মেই আছে।দুনিয়াময় জিবনে কষ্ট করোন। হালাল হারাম কে জানুন।ইসলামের পথে চলুন।

    ReplyDelete
  22. সৃষ্টিকর্তা সম্পর্কেে জানুন। নিশ্চই আল্লাহ তার
    নিদর্শন দেখাবে, প্রত্যেক মানুষ কে।

    ReplyDelete
  23. আমি ইহুদী হতে চাই

    ReplyDelete
  24. টাকাইকি সব?
    এত স্বল্প মূল্যে দুনিয়া কিনে পরকাল বিক্রি করা কোন জ্ঞনি মানুষের কাজ নয়!

    ReplyDelete
    Replies
    1. Toy vul ..bokacala
      Modina lok tor moto kintu vabani ..tor moto vable kawy hoj a jito na..
      Dubai ...mudina...
      Dubai turest please
      R modina pagol muslem der

      Delete
    2. যে মানুষ টাকার অভাবে আত্বহত্যা করছে,সেক্ষেত্রে সমাধান কি?

      Delete
  25. একজন মুসলমান খ্রিস্টান হলে ধরে লাভ কি

    ReplyDelete
  26. আমি হবো আমার ফোন নাম্বার০১৯১১০৬৩৩৩৫

    ReplyDelete
  27. পৃথিবীতে একমাত্র ইসলাম! যেটা
    গ্রহণ করলে একটা কালো পাওয়া যায় না। কারন, ইসলাম কেউ টাকার বিনিময়ে গ্রহণ করে না। টাকা দিয়ে যদি মানুষ কে মুসলিম বানানো হতো তাহলে ইসলাম সত্য ধর্ম হতো না।
    কারন ইসলাম অর্থ নিজের ইচ্ছে কে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা।।
    আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আমীন ❤️

    ReplyDelete
    Replies
    1. ❤️❤️❤️❤️❤️🇧🇩

      Delete
    2. ঠিক কথা বলছেন

      Delete
  28. আমি হবে আমার টাকা দরকার ,,,, আছি হবো ,,,01910386582

    ReplyDelete
  29. আমি হবো,,, টাকা চাই ১ কোটি

    ReplyDelete
  30. 01980830944
    50lak

    ReplyDelete
  31. Replies
    1. Ami hobo 5 lak delei hobe 01779750929

      Delete
  32. সামান্য টাকার বিনিময়ে ইমান বিক্রি করবেন না।

    ReplyDelete
    Replies
    1. টাকায় কি চুমু দেয় নাকি? সব ভোগাস,,, কোন টাকা নাই সব ছলনা

      Delete
  33. দয়াকরে বিস্লেশন করে বলবেন খ্রিস্টানরা মুসলিমের জন্য এতো টাকা ব্যায় করে টাকা গুলা আসে কোত্তেকে

    ReplyDelete
  34. দয়াকরে বিস্লেশন করে বলবেন খ্রিস্টানরা মুসলিমের জন্য এতো টাকা ব্যায় করে টাকা গুলা আসে কোত্তেকে

    ReplyDelete
  35. দয়াকরে বিস্লেশন করে বলবেন খ্রিস্টানরা মুসলিমের জন্য এতো টাকা ব্যায় করে টাকা গুলা আসে কোত্তেকে

    ReplyDelete
  36. আমিও হবো ০১৭৪৫৮২২২৯৪

    ReplyDelete
  37. আমি ও হতে চাই

    ReplyDelete
  38. আমি মুসলিম থেকে খ্রীষ্টান ধর্ম গ্রহণ করবো কিন্তু কিভাবে আমাকে ফোন দেন 01771897498

    ReplyDelete
  39. আমি এক কটির টাকার জন্য খ্রিস্টান হতে চাই

    ReplyDelete
  40. আমি বিদেশ থাকি ডুবাই আপনাদের নাম্বার দেন আমাকে

    ReplyDelete
  41. ami hote cai,, er jonno shudu akta job cai

    ReplyDelete
  42. মাশাল্লাহ টাকার গোলাম হওয়ার জনসংখ্যাতো যথেষ্ট পরিমান আছে!টাকা পকেটে নিয়ে ফেরার পথে তা ভোগ করতে পারার ওয়ারেন্টি দাদাবাবুরা দিতে পারবে কি?যদি না পারে তাহলে যিনি পারেন তার প্রতি বিশ্বাসের অবিচলতা একান্ত প্রয়োজন নয় কি?প্রত্যেক ঐজিনিস যার সাথে কিছুনা কিছু ফ্রীতে দেয়া হয় নিশ্চয়ই সেখানে কিছু গাবলা আছে নিসঃন্দেহে।খৃস্টানরাতো নিজেরাই কনফিউশনে তারা কি যিশুকে রব মানবে?নাকি মেরীকে?নাকি উভয়ের স্রষ্ঠাকে?সে তারা যখন কাউকে ধর্মান্তরিত করার জন্য অর্থের যোগান দিবে সেখানে কি থাকতে পারে তা তো বলাই বাহুল্য।আরে আদর্শ কখনও টাকা দিয়ে কেনা যায়না, এটার অনুসরনের বিষয় জানার, ভাবার,বোঝার,উপলব্ধি কিংবা অনুধাবনের বিষয়,,ধন্যবাদ,,,,

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. আমি একজন মুসলিম খ্রিস্টান হতে চাই

    ReplyDelete
  45. 01854402020 ami jani na je kristen hole ki hobe call me

    ReplyDelete
  46. Apni jodi sotti karer kristen hoye thaken 01854402020 call me apnar sathe kotha ase please

    ReplyDelete
  47. আমি ও খ্রিষ্টান হবো আমার মোবাইল নাম্বার ০১৬২৭৪১০৭০৯

    ReplyDelete
  48. আমি ও হবো ০১৮১৩২৩৭৬৯১

    ReplyDelete
  49. I want to know something about Christianity

    ReplyDelete
  50. আমি খ্রিষ্টান হতে চাই টাকার জন্য

    ০১৭৯৯-৪৮৭৮৯৭

    ReplyDelete
    Replies
    1. আমি খিস্টান হতে চাই কত টাকা দিবে

      Delete
  51. আমি কোনো টাকা চাইনা।শুধিউ ঈশ্বরের নামে নিজেকে উৎসর্গ করতে চাই।কিন্তু কিভাবে?

    ReplyDelete
    Replies
    1. প্লিজ এই নাম্বারটা রিমুভ করে দিন।আমি সিমটা কেনার পর থেকে উলটা পালটা নাম্বার থেকে ফোন আসে।বিভিন্ন প্রশ্ন করে।আমি এর কিছু জানিনা।প্রশাসনকে জানাতে চাচ্ছি।প্লিজ এডমিন এটা রিমুভ করুন।

      Delete
  52. সরাসরি কথা বলতে ফোন করুন ০১৬২৬৭৪১৪৭৫

    ReplyDelete
  53. আমি হমু আমার টাকা দরকার আমার মা খুব অসুস্ত01971721069

    ReplyDelete
  54. যিশু অনুসারী হলে কি আর্থীক সহযোগীতা করা হয়??? আমি এটা সম্ভন্দে যানতে চাই
    Whtsap 01782222447

    ReplyDelete
  55. যিশু অনুসারী হলে কি আর্থীক সহযোগীতা করা হয়??? আমি এটা সম্ভন্দে যানতে চাই
    Whtsap 01782222447 তা হলে আমাকে কেউ বলো আমি হবো

    ReplyDelete
  56. আমি খ্রিস্টান হতে চাই।
    বিনিময়ে আমার কিছু টাকা লাগবে আর আমেরিকা যেতে চাই 🤣🤣🤣

    ReplyDelete
  57. আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাই আমি তাদের সঙ্গে সারা জীবন থাকতে চাই আমাকে বাংলাদেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হোক আমি দেশে থাকতে চাই না

    ReplyDelete
  58. আমি কৃষ্টান ধর্ম গ্রহণ করতে চাই আপনি যদি সহযোগিতা করেন তাহলে আমি ধর্ম গ্রহণ করব আমার ফোন নাম্বার 01928579849

    ReplyDelete
  59. আমি খিষ্টান ধর্ম গ্রহণ করতে চাই আপনারা আমাকে সহযোগিতা করুন আমার ফোন নাম্বার 01928579849 অবশ্যই আপনার আমাকে ফোন দেবেন

    ReplyDelete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. আমি খ্রিস্টান হতে চাই 8099780858

    ReplyDelete
  62. আমি হব পাঁচ লাখ টাকা দিলে আর বিদেশ গেলে

    ReplyDelete
  63. কোথায় যেতে হবে

    ReplyDelete
  64. আমি হতে চাই দয়াকরে আমাকে বিস্তারিত জানান

    ReplyDelete
  65. আমেরিকা যাওয়া যাবে? সেখানে স্থায়ী হওয়ার শর্তে যেকোনো কাজ ভেবে দেখব করার জন্য

    ReplyDelete
  66. আমি খ্রিষ্টান হতে চাই। আমার টাকা লাগবে না। শুধু সিস্টেম টা বলে দেন।

    ReplyDelete
  67. যীশুর প্রেমে শীকল বন্দী হতে ইচ্ছুক। কিন্তু বাংলাদেশে সম্ভব নয়।

    ReplyDelete
  68. আমি ও হব ০১৭৮৭০২০৮৪২

    ReplyDelete
  69. আমিও হবো 01302509823এই নাম্বারে জানাবেন

    ReplyDelete
  70. কত টাকা দিব আমি হবো 01645918518

    ReplyDelete
  71. আমার নাম রুবেল আমি খ্রিস্টান হতে চাই টাকা দিতে হবে

    ReplyDelete
  72. আমি সোহেল রানা খিস্টান‌ হতে চাই 01960806873

    ReplyDelete
  73. ধর্ম পরিবর্তন নিজের ব্যাপার

    ReplyDelete
  74. খৃষ্টান হলেই কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন যারা মনে করেন তারা বলেন তো আসলে টাকাটা দিবে কে যে দিবে সে কি ঈশ্বর?

    ReplyDelete
  75. টাকার বিনিময় ইমান দিবেন না

    ReplyDelete
  76. আমি খ্রিস্টান হবো আমার ফোন নম্বর 01930408011 আপনার নাম্বার টি দিন যোগাযোগ করব

    ReplyDelete
  77. Tai tal dite patlam na

    ReplyDelete
  78. Ghum ase chole jabo

    ReplyDelete
  79. সাহায্য করবেন প্লিজ

    ReplyDelete
  80. Ami jodi khrishtan hote chai hote parbu........ 01775078821.... ata amar phone number

    ReplyDelete
  81. টাকা পয়সা লাগবে না একটি খৃষ্টান রাষ্ট্র পাঠালেই চলবে

    ReplyDelete
  82. Amio hote chai 01951283385

    ReplyDelete
  83. আমি খ্রিষ্টান ধর্ম গ্রহণ করতে চাই, আমি পাবনা জেলা চাটমোহর উপজেলা, বসবাস করি, মোবাইল নাম্বার,+8801326229550

    ReplyDelete
  84. অমি হবে

    ReplyDelete
  85. সবার কমেন্ট পড়লাম টাকাটা কে দেবে আর আমেরিকা কে নেবে।বাংলাদেশে কি এ জাতীয় কোনো এজেন্সী ওপেন করছে কেউ?

    ReplyDelete
  86. এজেন্সী থাকলে যোগাযোগ করতে পারেন ০১৯৮২-২৪০৯০০

    ReplyDelete
  87. Dhormer cheye kormo voro atai pokito sotho kormo na kore manus ai duniya cholte parbe na kintu dhormo na korle o manus bachte parbe

    ReplyDelete
  88. Ami muslim theke christian hote chai.. Taka dile.. O bideshe pathale.. Hobo

    ReplyDelete
  89. আমি হতে চাই টাকা দিলে একটা ভালো কাজ দিলে আমার কনটাক নং ৯৬৪১৭৭৮৯৬৭

    ReplyDelete
  90. 01798704772 আমি হব

    ReplyDelete
  91. 01798704772 আমি হব

    ReplyDelete
  92. টাকা দিলে হব ০১৭২৮৫৫৩৬২৩

    ReplyDelete
  93. I like your story

    I'm on their way

    ReplyDelete
  94. টাকার বিনিময়ে আমি খ্রিষ্টান হতে পারি কতো টাকা দেয়া হয় জানতে চাচ্ছি

    ReplyDelete
  95. আমি টাকার বিনিময়ে খ্রিষ্টান হতে পারি ০১৭২৭৩৩০০৫১ যদি আপনাদের কাছে মনে হয়ে তাহলে ফোন দিবেন

    ReplyDelete
  96. অথবা খ্রিষ্টান সুন্দরী প্রবাসী কোনো মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারলে ও হবে 01727330051

    ReplyDelete
  97. amio hote chay,, amar namber 01307039256

    ReplyDelete
  98. আমি টাকার বিনিময়ে খ্রিস্টান হতে চাই

    ReplyDelete
  99. খ্রিস্টান হলে কত টাকা পাব

    ReplyDelete
  100. আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাই,, আমার ফোন নাম্বার :01307039256

    ReplyDelete
  101. আমি খৃষ্টান হতে চাই আমার কিছুই লাগবে না শুধু বাংলাদেশ থেকে যে কোন একটি খৃষ্টান দেশে যেতে চাই, 01776809547

    ReplyDelete
  102. Model nodar 8714516190

    ReplyDelete
  103. খ্রীষ্ট সকল মানুষের পাপের প্রায়শ্চিত্তের জন্য ক্রুশে মৃত্যু বরন করেছেন,যারা তার উপর বিশ্বাস করবেই একমাত্র তারা ই পরিত্রান / নাজাত পাবে।তবে টাকা নয়।

    ReplyDelete
  104. সত্য জানুন, যে সত্য আপনাকে মুক্ত ও স্বাধীন করবে।

    ReplyDelete
  105. আমরা ছয়জন খিষটান হতে চাই চার মেয়ে হাজবেন ওয়াইফ ০১৭৯৪৩৭৭২২৮

    ReplyDelete
  106. 01308723141 চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলা আমি ধর্ম গ্রহণ করতে চাই

    ReplyDelete
  107. আমি ধর্ম গ্রহণ করতে চাই আমার টাকার প্রয়োজন 01308723141.01825077466

    ReplyDelete
  108. Ami Christian hotel Sai Amar takar khoob poison dwarka


    ReplyDelete
  109. ০১৯০৩০৯৬৯৩৪
    যোগাযোগ করবেন
    আপনাদের জন্য কাজে আসবে
    এবং আমি খ্রিস্টান ধর্মে যাব।

    ReplyDelete
  110. সব মিথ্যে কথা মনে হয়

    ReplyDelete
  111. Sala suyarTakar Lovethaklechristan,Howya Jayna.

    ReplyDelete
  112. Ami hobo khistan.plz aktu janaben

    ReplyDelete
  113. আমি জানতে চাই খ্রিস্টান হলে কতো টাকা আপনারা দিয়ে থাকেন

    ReplyDelete
  114. আমি যদি খ্রিস্টান হই তাহলে আপনারা আমাকে কতো টাকা দিবেন বলেন তো 01727330051

    ReplyDelete
  115. আমি হবে কত টাকা দিবেন

    ReplyDelete
  116. আপনারা আমার বিষয়ে কি করলেন 01727330051

    ReplyDelete
  117. Ami Hote Chay Amr khub Taka dorkar
    01878518745 Whatsup

    ReplyDelete
  118. আমরা দুই জন হতেচাই
    আমাদের কিছু টাকার প্রয়োজন

    ReplyDelete
  119. আমি খৃিস্টান ধমের অনুসারি হতে চাই
    01313188006

    ReplyDelete
  120. Ami khistan hote chai 01888 323471

    ReplyDelete
  121. Ami 1 bosor dore khistan hobar jonno ghursi kono vabe jugajog kortei parsina kew thakle amake janai an my number 01888323471

    ReplyDelete
  122. فَاِذَا بَرِقَ الۡبَصَرُ ۙ﴿۷﴾
    যখন চক্ষু স্থির হয়ে যাবে।
    وَ خَسَفَ الۡقَمَرُ ۙ﴿۸﴾
    এবং চক্ষু হয়ে পড়বে জ্যোতিহীন।
    وَ جُمِعَ الشَّمۡسُ وَ الۡقَمَرُ ۙ﴿۹﴾
    যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে।
    یَقُوۡلُ الۡاِنۡسَانُ یَوۡمَئِذٍ اَیۡنَ الۡمَفَرُّ ﴿ۚ۱۰﴾
    সেদিন মানুষ বলবেঃ আজ পালানোর স্থান কোথায়?
    کَلَّا لَا وَزَرَ ﴿ؕ۱۱﴾
    না, কোন আশ্রয়স্থল নেই।
    اِلٰی رَبِّکَ یَوۡمَئِذِۣ الۡمُسۡتَقَرُّ ﴿ؕ۱۲﴾
    সেদিন ঠাঁই হবে তোমার রবের নিকট।
    یُنَبَّؤُا الۡاِنۡسَانُ یَوۡمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَ اَخَّرَ ﴿ؕ۱۳﴾
    সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি অগ্রে পাঠিয়েছে এবং কি পশ্চাতে রেখে গেছে।

    ReplyDelete
  123. আমি হবো 01999598038

    ReplyDelete
  124. Taka pele khisthan hobo cell me 01888323471

    ReplyDelete
  125. মরে যাবো কিন্তু ইসলাম ছারবো আল্লাহ আমাকে নিরাশ করবেন না ।

    ReplyDelete
  126. I also change my religion contact number 01310456343

    ReplyDelete
  127. দুনিয়ার বিনিময়ে কেউ পরকাল বিক্রি করবেন।দুনিয়া সামান্য কয়েকটি দিন মাত্র।এরপর সবাইকে চলে যেতে হবে মহান আল্লহ রব্বুল আলামিনের কাছে।

    ReplyDelete
    Replies
    1. দুনিয়ার বিনিময়ে কেউ পরকাল বিক্রি করবেন না। পরকালে আল্লহর আযাবকে ভয় করুন।সামান্য কয়েকটি দিনের জন্য অনন্ত অসীম জীবনের যাত্রাকে অবহেলা করবেন না।আল্লহর প্রতি আস্থা রাখুন।একমাত্র ইসলামই আল্লহ প্রদত্ত জীবন ব্যবস্থা আর সবকিছুই বাতিল।তাই আমার মুসলিম ভায়েরা আপনাদের প্রতি আমার আহ্বান ওল্লাহি, আপনার দ্বীন ইসলামকে ত্যাগ করবেন না, এ দুনিয়াতে যত কষ্টই হোক না কেন।আল্লহ আমাদের সবাইকে এই দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে হিফাযত করুন।

      Delete
  128. দুনিয়ার বিনিময়ে কেউ পরকাল বিক্রি করবেন না। পরকালে আল্লহর আযাবকে ভয় করুন।সামান্য কয়েকটি দিনের জন্য অনন্ত অসীম জীবনের যাত্রাকে অবহেলা করবেন না।আল্লহর প্রতি আস্থা রাখুন।একমাত্র ইসলামই আল্লহ প্রদত্ত জীবন ব্যবস্থা আর সবকিছুই বাতিল।তাই আমার মুসলিম ভায়েরা আপনাদের প্রতি আমার আহ্বান ওল্লাহি, আপনার দ্বীন ইসলামকে ত্যাগ করবেন না, এ দুনিয়াতে যত কষ্টই হোক না কেন।আল্লহ আমাদের সবাইকে এই দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে হিফাযত করুন।

    ReplyDelete
  129. আমি হবে আমার মোবাইল নাম্বার 8001430278

    ReplyDelete
  130. আমিও হতে চাই।টাকার দরকার খুব
    ০১৩০১২০৭৪৬৫

    ReplyDelete
  131. আমাকে কত টাকা দিবেন খ্রিসান হলে,,,,,৷৷ 01734328172. Call me,,,,

    ReplyDelete
  132. Amio hote cai 01874877126

    ReplyDelete
  133. Danda bajer cait ata keho pade porbenna afnake bibinno lob dekia tarpor afnar kac teke porom pelaper kota bole 1200 caibe

    ReplyDelete