ধামরাইয়ের তামা-কাসার শিল্প : ঐতিহ্য???
কয়েকদিন আগে টিভিতে কি একটা অনুষ্ঠান হচ্ছিলো, এই মুহূর্তে নাম মনে আসছে না। ধামরাইয়ের তামা কাসার শিল্পের কয়েকটা মূর্তি দেখালো। বললো, এগুলো নাকি বাঙালির হাজার বছরের সমৃদ্ধ ইতিহাসের নিদর্শন। শুধু তাই নয়, এখানকার ভাস্কর্য বানানোর পদ্ধতি "সেরে পার্দু" বা "লস্ট ওয়াক্স মেথড" যে দুনিয়ার অনন্য পদ্ধতি তা-ও বললো। তারপর একজন সাদা চামড়ার মানুষের মুখ দিয়ে একটা সার্টিফিকেট নিলো। আসল কথা হলো, ধামরাইয়ের ভাস্কর্য শিল্প ২০-২৫ বছরের আগে শুরু হয়, আর সেরে পার্দু পদ্ধতি দুনিয়ার বহু জায়গাতেই আছে, এই দেশেই আসছে মাত্র ২৫ বছর হলো। এই ভাস্কর্যকে ঐতিহ্য বলার মাধ্যমে আসলে একটা শ্রেণী-বৈষম্যকে বৈধতা দেয়া হয়, তা হলো- ধামরাইয়ের আসল ঐতিহ্যবাহী শিল্প হলো তামা কাসার বাসনপত্র তৈরি। ভাস্কর্য নজরকাড়া হলেও আমাদের ঐতিহ্য নয়। ট্রান্সন্যাশনাল কোম্পানিগুলো ঐতিহ্যকে যেভাবে দেখতে চায়, ঐতিহ্য আসলে কখনোই তেমন নয়। বিস্তারিত জানতে পড়ুন শাওন আকন্দের লেখা বই "ধামরাই জনপদের কাঁসা-পিতল শিল্প"।
বই টা কিনতে চাই, কোথায় পাওয়া যাবে?
ReplyDelete