Wednesday, July 15, 2009

মহররম

কুফা এক নগরী ছিল দজলার পাড়ে
নবীর নাতিরে উম্মত দাওয়াত করে।
সোস্যালিস্ট ছিল না মোটে হোসেন হাসান
পুঁজির প্রোডাক্ট ওসব আল্লাহর দান।
তবু শুধু দাওয়াতী এনে মাবিয়ার পোলা
দজলার পানি বান্ধে দাড়িমুখী ঠোলা।

No comments:

Post a Comment